Ads Top

‘অশালীন পোশাক’ পরায় সৌদিতে ২ শতাধিক আটক

‘অশালীন পোশাক’ পরায় সৌদিতে ২ শতাধিক আটক

যুগান্তর ডেস্ক

অশালীন পোশাক পরিধান করে সামাজিক রীতি-নীতি ভঙ্গের অভিযোগে দুই শতাধিক নারী ও পুরুষকে গ্রেফতার করেছে সৌদি আরব প্রশাসন।

এ বিষয়ে টুইটারে এক বিবৃতি দিয়েছে রিয়াদ পুলিশ।

টুইটারে তারা জানায়, গত সপ্তাহে সামাজিক রীতি ভঙ্গের (তারা অশালীন পোশাক পরিধান করে রাস্তায় বের হয়েছেন) দায়ে এখন পর্যন্ত ১২০ জন নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়েছে।  এসব আইন লঙ্ঘনকারীদের ওপর সৌদি আইন অনুযায়ী শাস্তি আরোপ করা হয়েছে।

এছাড়া আরেক বিবৃতিতে রিয়াদ পুলিশ জানিয়েছে, এছাড়া বিভিন্ন হয়রানিমূলক কাজের অপরাধে আরও ৮৮ জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, চলতি মাসে রিয়াদে এক ইলেক্ট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।  সেখানে অতিথিদের অনেকে হয়রানির শিকার হয়েছেন বলে সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে। এরপরই দেশটির পুলিশ অশালীনতার দায়ে অনেককে গ্রেফতার করে।

গত বছরে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।  শুধু তাই নয়; এখন মাঠে গিয়ে খেলা উপভোগ করতে পারেন সৌদি নারীরা।   

রেস্টুরেন্টে নারীদের জন্য পৃথক ব্যবস্থার আইনও তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।  সম্প্রতি দেশটিতে সিনেমা হলও চালু করা হয়েছে।  সেখানে গিয়ে নারীরা সিনেমা উপভোগ করতে পারছেন।  এমনকি অভিভাবক ছাড়াই হোটেলে কক্ষ ভাড়া নেয়ার অনুমতিও পেয়েছেন দেশটির নারীরা।

রক্ষণশীলতার খোলস থেকে বেরিয়ে আসতে দেশটির যুবরাজ মুহাম্মদ বিন সালমান নারী স্বাধীনতা বাড়িয়ে দিয়ে নানা পরিবর্তন আনছেন।  

তবে এসব ধর্মীয় নিয়মকানুন শিথিল করার পর এই প্রথম এমন অভিযান চালানো হল দেশটিতে।

সূত্র: ডেইলি মেইল

© JUGANTOR.COM


from JUGANTOR https://www.jugantor.com/international/262131/অশালীন-পোশাক-পরায়-সৌদিতে-২-শতাধিক-আটক
https://ift.tt/2u8n7kO

‘অশালীন পোশাক’ পরায় সৌদিতে ২ শতাধিক আটক

যুগান্তর ডেস্ক

অশালীন পোশাক পরিধান করে সামাজিক রীতি-নীতি ভঙ্গের অভিযোগে দুই শতাধিক নারী ও পুরুষকে গ্রেফতার করেছে সৌদি আরব প্রশাসন।

এ বিষয়ে টুইটারে এক বিবৃতি দিয়েছে রিয়াদ পুলিশ।

টুইটারে তারা জানায়, গত সপ্তাহে সামাজিক রীতি ভঙ্গের (তারা অশালীন পোশাক পরিধান করে রাস্তায় বের হয়েছেন) দায়ে এখন পর্যন্ত ১২০ জন নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়েছে।  এসব আইন লঙ্ঘনকারীদের ওপর সৌদি আইন অনুযায়ী শাস্তি আরোপ করা হয়েছে।

এছাড়া আরেক বিবৃতিতে রিয়াদ পুলিশ জানিয়েছে, এছাড়া বিভিন্ন হয়রানিমূলক কাজের অপরাধে আরও ৮৮ জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, চলতি মাসে রিয়াদে এক ইলেক্ট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।  সেখানে অতিথিদের অনেকে হয়রানির শিকার হয়েছেন বলে সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে। এরপরই দেশটির পুলিশ অশালীনতার দায়ে অনেককে গ্রেফতার করে।

গত বছরে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।  শুধু তাই নয়; এখন মাঠে গিয়ে খেলা উপভোগ করতে পারেন সৌদি নারীরা।   

রেস্টুরেন্টে নারীদের জন্য পৃথক ব্যবস্থার আইনও তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।  সম্প্রতি দেশটিতে সিনেমা হলও চালু করা হয়েছে।  সেখানে গিয়ে নারীরা সিনেমা উপভোগ করতে পারছেন।  এমনকি অভিভাবক ছাড়াই হোটেলে কক্ষ ভাড়া নেয়ার অনুমতিও পেয়েছেন দেশটির নারীরা।

রক্ষণশীলতার খোলস থেকে বেরিয়ে আসতে দেশটির যুবরাজ মুহাম্মদ বিন সালমান নারী স্বাধীনতা বাড়িয়ে দিয়ে নানা পরিবর্তন আনছেন।  

তবে এসব ধর্মীয় নিয়মকানুন শিথিল করার পর এই প্রথম এমন অভিযান চালানো হল দেশটিতে।

সূত্র: ডেইলি মেইল

© JUGANTOR.COM

No comments:

Powered by Blogger.