Ads Top

বাধ্যতামূলক অবসরে বেবিচকের প্রধান প্রকৌশলী সুধেন্দু

বাধ্যতামূলক অবসরে বেবিচকের প্রধান প্রকৌশলী সুধেন্দু

যুগান্তর রিপোর্ট

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনেন্দ্র নাথ সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জনস্বার্থে তাকে অবসরে পাঠানোর কথা বলা হয়েছে। এছাড়া বাংলাদেশ বিমানের পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজেস্টিক সাপোর্ট) মমিনুল ইসলামকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই দিন বিমানের এমডি মোকাব্বির হোসেন স্বাক্ষরিত এক আদেশে মমিনুল ইসলামকে অবসরে পাঠানো হয়।

সুধেন্দু বিকাশ গোস্বামীকে অবসরে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীর চাকরি ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় তাকে জনস্বার্থে চাকরি থেকে অবসর দেয়া হল।

সুধেন্দু বিকাশের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাৎ, অনিয়ম-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে; যার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি করার অভিযোগে সুধেন্দু বিকাশ গোস্বামীকে ২০১৮ সালের জুনে জিজ্ঞাসাবাদ করে দুদক। ১১ ফেব্রুয়ারি আবারও সুধেন্দুসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। সুধেন্দু ছাড়া বাকি পাঁচ কর্মকর্তা হলেন- বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম মাকসুদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, মো. শহীদুজ্জামান, মো. মোকাব্বর আলী ও উপ-সহকারী প্রকৌশলী কাজী বায়েজিদ আহমেদ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের (প্রথম ফেজ) কার্যাদেশ নিয়েও একটি প্রভাবশালী গ্রুপকে সহায়তা করার অভিযোগ রয়েছে সুধেন্দুর বিরুদ্ধে। প্রায় ৫৬৫ কোটি টাকার কাজটি চক্রকে পাইয়ে দেয়ার পেছনে তার ভূমিকা ছিল। একই সঙ্গে কাজটি যাতে বিলম্বিত হয় সেজন্য প্রকল্প সংক্রান্ত নানা স্পর্শকাতর তথ্য দিয়ে তিনি চক্রকে সহায়তা করেন।

© JUGANTOR.COM


from JUGANTOR https://www.jugantor.com/todays-paper/second-edition/282627/বাধ্যতামূলক-অবসরে-বেবিচকের-প্রধান-প্রকৌশলী-সুধেন্দু
https://ift.tt/eA8V8J

বাধ্যতামূলক অবসরে বেবিচকের প্রধান প্রকৌশলী সুধেন্দু

যুগান্তর রিপোর্ট

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনেন্দ্র নাথ সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জনস্বার্থে তাকে অবসরে পাঠানোর কথা বলা হয়েছে। এছাড়া বাংলাদেশ বিমানের পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজেস্টিক সাপোর্ট) মমিনুল ইসলামকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই দিন বিমানের এমডি মোকাব্বির হোসেন স্বাক্ষরিত এক আদেশে মমিনুল ইসলামকে অবসরে পাঠানো হয়।

সুধেন্দু বিকাশ গোস্বামীকে অবসরে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীর চাকরি ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় তাকে জনস্বার্থে চাকরি থেকে অবসর দেয়া হল।

সুধেন্দু বিকাশের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাৎ, অনিয়ম-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে; যার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি করার অভিযোগে সুধেন্দু বিকাশ গোস্বামীকে ২০১৮ সালের জুনে জিজ্ঞাসাবাদ করে দুদক। ১১ ফেব্রুয়ারি আবারও সুধেন্দুসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। সুধেন্দু ছাড়া বাকি পাঁচ কর্মকর্তা হলেন- বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম মাকসুদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, মো. শহীদুজ্জামান, মো. মোকাব্বর আলী ও উপ-সহকারী প্রকৌশলী কাজী বায়েজিদ আহমেদ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের (প্রথম ফেজ) কার্যাদেশ নিয়েও একটি প্রভাবশালী গ্রুপকে সহায়তা করার অভিযোগ রয়েছে সুধেন্দুর বিরুদ্ধে। প্রায় ৫৬৫ কোটি টাকার কাজটি চক্রকে পাইয়ে দেয়ার পেছনে তার ভূমিকা ছিল। একই সঙ্গে কাজটি যাতে বিলম্বিত হয় সেজন্য প্রকল্প সংক্রান্ত নানা স্পর্শকাতর তথ্য দিয়ে তিনি চক্রকে সহায়তা করেন।

© JUGANTOR.COM

No comments:

Powered by Blogger.