Ads Top

জিপিএ-৫ পাওয়া জীবনের উদ্দেশ্য হতে পারে না

জিপিএ-৫ পাওয়া জীবনের উদ্দেশ্য হতে পারে না

ঢাবি প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘জিপিএ-৫ নিশ্চয় জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পড়াশোনা করব, নিশ্চয় ভালো ফলাফল করতে চাই। কিন্তু বর্তমানে জিপিএ-৫ নিয়ে যে ধরনের উন্মাদনা, বিশেষ করে বাবা-মায়েদের মধ্যে দেখি, তাতে আসলেই খুব কষ্ট লাগে।’ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে দু’দিনব্যাপী ‘ফিজিক্স অলিম্পিয়াড’-এর উদ্বোধনী অনুষ্ঠান মন্ত্রী এ কথা বলেন। শুক্রবার কার্জন হল প্রাঙ্গণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি থেকে এ অলিম্পিয়াডের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, কথাসাহিত্যিক আনিসুল হক ও ডাচ্-বাংলা ব্যাংক লিসিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এখন জিপিএ-৫ নিয়ে একটা উন্মাদনা আছে। বর্তমানে সন্তানরা জিপিএ-৫ না পেলে বাবা-মায়েদের চেহারাটাও বাংলা ৫-এর মতো হয়ে যায়। আমাদের শেখাটা আমরা যত বেশি খেলতে খেলতে শিখব, করতে করতে শিখব, তত বেশি শেখাটা সুন্দর হবে, ভালো হবে।’

প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ বলেন, অলিম্পিয়াড গ্রিসের একটা শহর, যেখানে খেলাধুলার প্রতিযোগিতা হতো। কিন্তু বর্তমানে জ্ঞানের প্রতিযোগিতা হচ্ছে। তিনি আরও বলেন, প্রাচীনকালে যারা বিজ্ঞানের কথা বলত তাদের ধর্মযাজকরা শাস্তি দিত, কিন্তু বর্তমানে সে অবস্থা নেই। আমরা মুক্তভাবে জ্ঞানচর্চা করতে পারি।

ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আজকে ছেলেমেয়েদের অনেক কষ্ট! তাদের অনেক পরীক্ষা, অনেক পড়তে হয়। আমাদের সময় এত পরীক্ষা ছিল না। বর্তমানে সমাজে একটা ধারণা জন্ম নিয়েছে, পড়াশোনা না করে গোল্ডেন জিপিএ-৫ না পেলে জীবন বৃথা কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। পড়াশোনা করলে জিপিএ-৫ এমনিতেই আসবে।

কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, এখন বাজারে অনেক বই। সহজে ধনী হওয়ার বই, জীবনে সফল হওয়ার বই। সব বই পড়ে বড় হওয়া যায় না। তোমরা সিলেবাসে থাক বা না থাক বাংলা বইয়ের সব গল্প পড়বে। গণিত বইয়ের প্রশ্ন না দেখে সব পড়বে।

© JUGANTOR.COM


from JUGANTOR https://www.jugantor.com/todays-paper/second-edition/283655/জিপিএ-৫-পাওয়া-জীবনের-উদ্দেশ্য-হতে-পারে-না
https://ift.tt/eA8V8J

জিপিএ-৫ পাওয়া জীবনের উদ্দেশ্য হতে পারে না

ঢাবি প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘জিপিএ-৫ নিশ্চয় জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পড়াশোনা করব, নিশ্চয় ভালো ফলাফল করতে চাই। কিন্তু বর্তমানে জিপিএ-৫ নিয়ে যে ধরনের উন্মাদনা, বিশেষ করে বাবা-মায়েদের মধ্যে দেখি, তাতে আসলেই খুব কষ্ট লাগে।’ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে দু’দিনব্যাপী ‘ফিজিক্স অলিম্পিয়াড’-এর উদ্বোধনী অনুষ্ঠান মন্ত্রী এ কথা বলেন। শুক্রবার কার্জন হল প্রাঙ্গণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি থেকে এ অলিম্পিয়াডের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, কথাসাহিত্যিক আনিসুল হক ও ডাচ্-বাংলা ব্যাংক লিসিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এখন জিপিএ-৫ নিয়ে একটা উন্মাদনা আছে। বর্তমানে সন্তানরা জিপিএ-৫ না পেলে বাবা-মায়েদের চেহারাটাও বাংলা ৫-এর মতো হয়ে যায়। আমাদের শেখাটা আমরা যত বেশি খেলতে খেলতে শিখব, করতে করতে শিখব, তত বেশি শেখাটা সুন্দর হবে, ভালো হবে।’

প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ বলেন, অলিম্পিয়াড গ্রিসের একটা শহর, যেখানে খেলাধুলার প্রতিযোগিতা হতো। কিন্তু বর্তমানে জ্ঞানের প্রতিযোগিতা হচ্ছে। তিনি আরও বলেন, প্রাচীনকালে যারা বিজ্ঞানের কথা বলত তাদের ধর্মযাজকরা শাস্তি দিত, কিন্তু বর্তমানে সে অবস্থা নেই। আমরা মুক্তভাবে জ্ঞানচর্চা করতে পারি।

ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আজকে ছেলেমেয়েদের অনেক কষ্ট! তাদের অনেক পরীক্ষা, অনেক পড়তে হয়। আমাদের সময় এত পরীক্ষা ছিল না। বর্তমানে সমাজে একটা ধারণা জন্ম নিয়েছে, পড়াশোনা না করে গোল্ডেন জিপিএ-৫ না পেলে জীবন বৃথা কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। পড়াশোনা করলে জিপিএ-৫ এমনিতেই আসবে।

কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, এখন বাজারে অনেক বই। সহজে ধনী হওয়ার বই, জীবনে সফল হওয়ার বই। সব বই পড়ে বড় হওয়া যায় না। তোমরা সিলেবাসে থাক বা না থাক বাংলা বইয়ের সব গল্প পড়বে। গণিত বইয়ের প্রশ্ন না দেখে সব পড়বে।

© JUGANTOR.COM

No comments:

Powered by Blogger.