Ads Top

সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন গৌরীপুরের অটোরিকশা চালক

সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন গৌরীপুরের অটোরিকশা চালক

সারাদেশ

ময়মনসিংহ ব্যুরো

যাত্রীর ফেলে যাওয়া দুই লাখ ৩০ হাজার টাকা ফেরৎ দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পশ্চিম দাপুনিয়ার সিএনজি অটোরিকশাচালক জয়নাল আবেদিন ওরফে জয়নাল পাগলা।

বুধবার বিকালে অটোরিকশার সিটে ভুল করে ওই টাকা ফেলে রেখে যান দুই যাত্রী। হারানো টাকা ফিরে পেয়ে ওই দুই যাত্রী সততার পুরস্কার হিসেবে জয়নালকে কিছু টাকা দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি।

ওই দিন বিকালে ময়মনসিংহ শহরের জুবলীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

টাকা ফেরত পাওয়া যাত্রী গৌরীপুর পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল কেনার উদ্দেশে তিনি অটোরিকশা করে বুধবার বিকেলে জুবলীঘাট এলাকায় মোটরসাইকেলের শোরুমে যান। শোরুমে মোটরসাইকেল কিনে টাকা পরিশোধের সময় টের পান সঙ্গে নিয়ে আসা দুই লাখ ৩০ হাজার টাকা নেই। এর কিছুক্ষণ পর অটোচালক জয়নাল মোটরসাইকেলের শোরুমে এসে তাকে খুঁজে বের করেন।

টাকাগুলো ফেরত দিয়ে বলেন, এ টাকাগুলো আপনারা অটোরিকশার সিটে ভুল করে ফেলে রেখে এসেছিলেন।

জয়নাল আবেদিন জানান, দুই যাত্রীকে জুবলীঘাটে নামিয়ে দেয়ার পর ব্রহ্মপুত্র নদের ব্রিজের কাছে আসতেই অটোরিকশার পেছনের সিটে তিনি টাকার বান্ডেল পড়ে থাকতে দেখেন।

জয়নাল দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে স্ত্রী ও চার মেয়েকে নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছেন।

© JUGANTOR.COM


from JUGANTOR https://www.jugantor.com/country-news/276015/সততার-অনন্য-দৃষ্টান্ত-স্থাপন-করলেন-গৌরীপুরের-অটোরিকশা-চালক
https://ift.tt/2H3iCLv

সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন গৌরীপুরের অটোরিকশা চালক

সারাদেশ

ময়মনসিংহ ব্যুরো

যাত্রীর ফেলে যাওয়া দুই লাখ ৩০ হাজার টাকা ফেরৎ দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পশ্চিম দাপুনিয়ার সিএনজি অটোরিকশাচালক জয়নাল আবেদিন ওরফে জয়নাল পাগলা।

বুধবার বিকালে অটোরিকশার সিটে ভুল করে ওই টাকা ফেলে রেখে যান দুই যাত্রী। হারানো টাকা ফিরে পেয়ে ওই দুই যাত্রী সততার পুরস্কার হিসেবে জয়নালকে কিছু টাকা দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি।

ওই দিন বিকালে ময়মনসিংহ শহরের জুবলীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

টাকা ফেরত পাওয়া যাত্রী গৌরীপুর পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল কেনার উদ্দেশে তিনি অটোরিকশা করে বুধবার বিকেলে জুবলীঘাট এলাকায় মোটরসাইকেলের শোরুমে যান। শোরুমে মোটরসাইকেল কিনে টাকা পরিশোধের সময় টের পান সঙ্গে নিয়ে আসা দুই লাখ ৩০ হাজার টাকা নেই। এর কিছুক্ষণ পর অটোচালক জয়নাল মোটরসাইকেলের শোরুমে এসে তাকে খুঁজে বের করেন।

টাকাগুলো ফেরত দিয়ে বলেন, এ টাকাগুলো আপনারা অটোরিকশার সিটে ভুল করে ফেলে রেখে এসেছিলেন।

জয়নাল আবেদিন জানান, দুই যাত্রীকে জুবলীঘাটে নামিয়ে দেয়ার পর ব্রহ্মপুত্র নদের ব্রিজের কাছে আসতেই অটোরিকশার পেছনের সিটে তিনি টাকার বান্ডেল পড়ে থাকতে দেখেন।

জয়নাল দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে স্ত্রী ও চার মেয়েকে নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছেন।

© JUGANTOR.COM

No comments:

Powered by Blogger.