Ads Top

ছাত্রলীগের সংঘর্ষে আ’লীগের মেয়র প্রার্থীর সংবর্ধনা পণ্ড

ছাত্রলীগের সংঘর্ষে আ’লীগের মেয়র প্রার্থীর সংবর্ধনা পণ্ড

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সংবর্ধনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সংবর্ধনার আয়োজন করেছিল ডবলমুরিং থানা ছাত্রলীগের একাংশ। রেজাউল করিম চৌধুরী পৌঁছানোর আগেই ছাত্রলীগের অপর অংশ অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পণ্ড হয়ে যায় সংবর্ধনা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকালে ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দারের পক্ষ থেকে দলীয় মেয়র প্রার্থীর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পদবঞ্চিত ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে গেলে উভয়পক্ষে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। দুই পক্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। কেউ আহত হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

রাতে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুকুল হক যুগান্তরকে বলেন, বিকালে আগ্রাবাদ মোড়ে থানা ছাত্রলীগের দু’টি পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সংবর্ধনা অনুষ্ঠান করার কথা। কিন্তু মেয়র প্রার্থী পৌঁছানোর আগেই ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এজন্য সংবর্ধনা অনুষ্ঠানটি হতে পারেনি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে পৃথক ঘটনায় একই থানার ঝর্ণাপাড়া এলাকায় চসিক নির্বাচনে ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আমিন ও তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহম্মেদের অনুসারীরা। সন্ধ্যা ৬টার দিকে ঝর্ণাপাড়া বদি কোম্পানির তেলের ডিপুর সামনে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় বিদ্রোহী প্রার্থীর অনুসারীরা আওয়ামী লীগ প্রার্থী নুরুল আমিনকে লাঞ্ছিত করে। এ ঘটনা প্রসঙ্গে ডিসি (পশ্চিম) ফারুকুল হক বলেন, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আমিনের ঘরোয়া বৈঠকে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান কাউন্সিলর সাবের আহম্মেদের অনুসারীরা হামলা চালায়। এতে ৩-৪ জন আহত হয়েছেন।

© JUGANTOR.COM


from JUGANTOR https://www.jugantor.com/todays-paper/second-edition/283657/ছাত্রলীগের-সংঘর্ষে-আলীগের-মেয়র-প্রার্থীর-সংবর্ধনা-পণ্ড
https://ift.tt/eA8V8J

ছাত্রলীগের সংঘর্ষে আ’লীগের মেয়র প্রার্থীর সংবর্ধনা পণ্ড

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সংবর্ধনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সংবর্ধনার আয়োজন করেছিল ডবলমুরিং থানা ছাত্রলীগের একাংশ। রেজাউল করিম চৌধুরী পৌঁছানোর আগেই ছাত্রলীগের অপর অংশ অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পণ্ড হয়ে যায় সংবর্ধনা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকালে ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দারের পক্ষ থেকে দলীয় মেয়র প্রার্থীর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পদবঞ্চিত ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে গেলে উভয়পক্ষে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। দুই পক্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। কেউ আহত হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

রাতে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুকুল হক যুগান্তরকে বলেন, বিকালে আগ্রাবাদ মোড়ে থানা ছাত্রলীগের দু’টি পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সংবর্ধনা অনুষ্ঠান করার কথা। কিন্তু মেয়র প্রার্থী পৌঁছানোর আগেই ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এজন্য সংবর্ধনা অনুষ্ঠানটি হতে পারেনি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে পৃথক ঘটনায় একই থানার ঝর্ণাপাড়া এলাকায় চসিক নির্বাচনে ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আমিন ও তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহম্মেদের অনুসারীরা। সন্ধ্যা ৬টার দিকে ঝর্ণাপাড়া বদি কোম্পানির তেলের ডিপুর সামনে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় বিদ্রোহী প্রার্থীর অনুসারীরা আওয়ামী লীগ প্রার্থী নুরুল আমিনকে লাঞ্ছিত করে। এ ঘটনা প্রসঙ্গে ডিসি (পশ্চিম) ফারুকুল হক বলেন, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আমিনের ঘরোয়া বৈঠকে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান কাউন্সিলর সাবের আহম্মেদের অনুসারীরা হামলা চালায়। এতে ৩-৪ জন আহত হয়েছেন।

© JUGANTOR.COM

No comments:

Powered by Blogger.