Ads Top

ঢামেকে দগ্ধ গৃহবধূর মৃত্যু স্বামী আটক

ঢামেকে দগ্ধ গৃহবধূর মৃত্যু স্বামী আটক

যুগান্তর রিপোর্ট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক দগ্ধ গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তার দিনমজুর স্বামীকে আটক করেছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালের মুলাদি উপজেলার কুতুবপুর গ্রামে স্বামী বাবু ব্যাপারীর বাসায় দগ্ধ হন ওই নারী।

ওই গৃহবধূর নাম খাদিজা আক্তার ওরফে লাবণী (১৯)। তিনি বরিশালের মুলাদি উপজেলার বানেরচড় গ্রামের জাকির হাওলাদারের মেয়ে। তার স্বামীর নাম বাবু ব্যাপারী (২৫)। দগ্ধ হওয়ার পর প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে, পরে সদর হাসপাতালে এবং শুক্রবার সকালে ঢাকা মেডিকেলে আনা হয়। তার শরীরের চব্বিশ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসকরা।

খাদিজার মা মনোয়ারা বেগম ও বোন পপির অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় খাদিজা তাদের জানিয়েছেন, বাবু ব্যাপারী তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। তারা স্থানীয় হাসপাতালে থাকা অবস্থায় পোড়া কাপড়ে কেরোসিনের গন্ধ পেয়েছিলেন। তাদের আরও অভিযোগ, খাদিজার পরিবারের অমতে জোর করে বাবু তাকে বিয়ে করেন। এর পর থেকে তিনি খাদিজাকে বাবার বাড়িও আসতে দিতেন না। তারা দেখা করতে গেলেও দেখা করতে দিতেন না। তবে বাবু ব্যাপারীর দাবি, তার স্ত্রী দেশলাই দিয়ে দুষ্টুমি করতে গিয়ে দগ্ধ হন বলে তিনি জানতে পেরেছেন। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, খাদিজার মা-বোনের অভিযোগে বাবু ব্যাপারীকে বার্ন ইউনিট থেকে আটক করা হয়েছে।

© JUGANTOR.COM


from JUGANTOR https://www.jugantor.com/todays-paper/second-edition/283658/ঢামেকে-দগ্ধ-গৃহবধূর-মৃত্যু-স্বামী-আটক
https://ift.tt/eA8V8J

ঢামেকে দগ্ধ গৃহবধূর মৃত্যু স্বামী আটক

যুগান্তর রিপোর্ট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক দগ্ধ গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তার দিনমজুর স্বামীকে আটক করেছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালের মুলাদি উপজেলার কুতুবপুর গ্রামে স্বামী বাবু ব্যাপারীর বাসায় দগ্ধ হন ওই নারী।

ওই গৃহবধূর নাম খাদিজা আক্তার ওরফে লাবণী (১৯)। তিনি বরিশালের মুলাদি উপজেলার বানেরচড় গ্রামের জাকির হাওলাদারের মেয়ে। তার স্বামীর নাম বাবু ব্যাপারী (২৫)। দগ্ধ হওয়ার পর প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে, পরে সদর হাসপাতালে এবং শুক্রবার সকালে ঢাকা মেডিকেলে আনা হয়। তার শরীরের চব্বিশ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসকরা।

খাদিজার মা মনোয়ারা বেগম ও বোন পপির অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় খাদিজা তাদের জানিয়েছেন, বাবু ব্যাপারী তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। তারা স্থানীয় হাসপাতালে থাকা অবস্থায় পোড়া কাপড়ে কেরোসিনের গন্ধ পেয়েছিলেন। তাদের আরও অভিযোগ, খাদিজার পরিবারের অমতে জোর করে বাবু তাকে বিয়ে করেন। এর পর থেকে তিনি খাদিজাকে বাবার বাড়িও আসতে দিতেন না। তারা দেখা করতে গেলেও দেখা করতে দিতেন না। তবে বাবু ব্যাপারীর দাবি, তার স্ত্রী দেশলাই দিয়ে দুষ্টুমি করতে গিয়ে দগ্ধ হন বলে তিনি জানতে পেরেছেন। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, খাদিজার মা-বোনের অভিযোগে বাবু ব্যাপারীকে বার্ন ইউনিট থেকে আটক করা হয়েছে।

© JUGANTOR.COM

No comments:

Powered by Blogger.